November 24, 2024
এরদোগানের বিজয় উদযাপন করছে গাজাবাসী

এরদোগানের বিজয় উদযাপন করছে গাজাবাসী

এরদোগানের বিজয় উদযাপন করছে গাজাবাসী

এরদোগানের বিজয় উদযাপন করছে গাজাবাসী

রিসেপ তাইয়েপ এরদোগান টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রোববার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় বিজয়ী হন তিনি।

এরদোগান ৫২.১৫  শতাংশ ভোট পেয়ে  বেসরকারি প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

এদিকে টানা তৃতীয় মেয়াদে রিসেপ তাইয়েপ এরদোগানের বিজয় উদযাপন করছে মুসলিম বিশ্ব। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণও বিজয় উদযাপন করেছে।

মধ্যপ্রাচ্যে সঙ্কটে থাকা গাজাবাসী ও ফিলিস্তিনিরা এরদোগান ও তুরস্ককে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখেছে।

প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস, গাজা সিটি এবং ইসরায়েলি অবরুদ্ধ অঞ্চলের অন্যান্য শহরের বাসিন্দারা তাদের গাড়িতে এরদোগানের ছবি এবং তুরস্কের পতাকা ঝুলিয়ে বিজয় উদযাপন করেছে। তারা এরদোগানের নাম ধরে স্লোগান দেয়।

কুনাফেহ দোকান, ঐতিহ্যবাহী আরবীয় মিষ্টি থেকে পথচারীদের কাছে মিষ্টি খাবার বিতরণ করা হয়।

অনেক স্থানীয় বাসিন্দা তুরস্কের পতাকা সহ কুনাফেহের বিশেষ ট্রে এবং এরদোগানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

অনেককে উপত্যকার রাস্তায় গান বাজিয়ে ঐতিহ্যবাহী পোশাক পরে বিজয় উদযাপন করতে দেখা যায়।

ইসরায়েলের সাথে তুরস্কের সাম্প্রতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরও ফিলিস্তিনিরা এরদোগানকে একজন বিশ্বস্ত মিত্র বলে মনে করে। তুরস্ক হাজার হাজার ফিলিস্তিনিদের আবাসস্থল, যাদের মধ্যে অনেকেই গাজা উপত্যকা থেকে দেশটিতে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ১৪ মে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের নির্বাচনে, এরদোগান কিলিকদারুউলুর চেয়ে এগিয়ে ছিলেন কিন্তু অল্প সংখ্যক ভোটের কারণে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এতে করে দ্বিতীয় দফায় ভোট হয়।

Leave a Reply

Your email address will not be published.

X