প্রথমবারের মতো মুসলিম সিনেটর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
মঙ্গলবার ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। প্রথমবারের মতো মুসলিম সিনেটর পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে এবারের নির্বাচনে যিনি ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি হলেন- আমেরিকান টেলিভিশনের জনপ্রিয় স্বাস্থ্য অনুষ্ঠানের উপস্থাপক, পেনসিলভানিয়ার সিনেটর প্রার্থী ডাঃ মেহমেদ (মোহাম্মদ) ওজ।
এই মুসলিম ডাক্তার ২০০৪ সালে জনপ্রিয় মার্কিন টিভি প্রোগ্রাম অপেরা আনফ্রেতে প্রথমবারের মতো হাজির হন। এরপর ২০০৯ সালে টেলিভিশনে তার নামে একটি অনুষ্ঠান চালু হয়।
ডঃ জন ফেটারম্যান পেনসিলভেনিয়ার বর্তমান সিনেট ডেমোক্রেটিক নেতার বিরুদ্ধে লড়ছেন। ওজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে ব্যাপক প্রচারণা চালান।
এ আসনে মুসলিম প্রার্থী ড. নির্বাচনের আগে বিভিন্ন জরিপে দেখা গেছে ওজ জয়ী হবেন। আর যদি এটা সত্যি হয়, তাহলে ডঃ ওজি হবেন মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।
পেনসিলভেনিয়া রাজ্যে মিশর, মরক্কো এবং ইরাক সহ বিভিন্ন আরব দেশ থেকে ৮৪৪৭২ জন অভিবাসী রয়েছে। এদের মধ্যে ৮৩ হাজার ৮১৭ জন মুসলিম।
এ কারণে এ আসনে সিনেটর নির্বাচনের প্রধান নিয়ামক মুসলিম ভোটাররা। ২০১৬ সালে ট্রাম্প যে ছয়টি রাজ্যে বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন পেনসিলভানিয়া ছিল তার মধ্যে একটি।
কিন্তু ২০২০ সালের নির্বাচনে, বিডেন পেনসিলভানিয়া, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, উইসকনসিন এবং নেব্রাস্কায় ট্রাম্পকে পরাজিত করেছিলেন।
১৯৫০সাল থেকে ২৮ জন আরব আমেরিকান এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো মুসলিম দেশের সিনেটর নির্বাচিত হননি। তবে এবার ডক্টর ওজের প্রথম মুসলিম সিনেটর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।