November 24, 2024
রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

রাষ্ট্রপতির কাছে সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্ত চান ইমরান খান

সেনাবাহিনীর আয়োজিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে ইমরান খান প্রশ্ন তুলেছেন, কীভাবে সেনাবাহিনী এই রাজনীতিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করল।

গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইমরান খানকে গুলি করা হয়। তিনি হামলার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর মেজর জেনারেল ফয়সাল নাসিরকে দায়ী করেন।

তবে ইমরানের অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে সেনাবাহিনী।

গত মাসে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান নাদিম আঞ্জুম একটি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানের নানা অভিযোগের কথা বলেন।

রাষ্ট্রপতি আরিফ আলভিকে লেখা চিঠিতে ইমরান খান বলেছেন, কীভাবে সামরিক আমলারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন ইমরান খান।

তবে ইমরান খানের চিঠি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট বা সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published.

X