ভাঙন রোধে লক্ষ্মীপুরের মেঘনার তীরে বিশেষ প্রার্থনায় ক্রন্দনরোল
মেঘনা নদীর অব্যাহত ভাঙন রোধে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দারা। এ সময় ভাঙন থেকে মুক্তি পাওয়ার কান্নায় ভেঙে পড়েন তারা।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার চরফলকনের লুধুয়া এলাকায় কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
নামাজে ইমামতি করেন কমলনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন। পরে ইমরান হোসেনের উদ্যোগে বক্তব্য রাখেন গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান,।
বক্তারা বলেন, বাবা-মায়ের কবর নদী গর্ভে বিলীন হলে আমাদের বেঁচে থেকে লাভ কী! তাই নদীর তীর রক্ষায় সরকারের ৩১ হাজার কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, বালু সংকট ও বরাদ্দের টাকা না পাওয়ায় ঠিকাদাররা কাজ বন্ধ করে দিয়েছে। টাকা ছাড় পেলে এবং বালি সংকট কেটে গেলেই তারা কাজ শুরু করবে। এই প্রকল্প বাস্তবায়নে ৩৬টি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।