November 24, 2024
লাহোর থেকে রাজধানীঃ ইমরান খানের ‘ঐতিহাসিক’ লংমার্চ

লাহোর থেকে রাজধানীঃ ইমরান খানের ‘ঐতিহাসিক’ লংমার্চ

লাহোর থেকে রাজধানীঃ ইমরান খানের 'ঐতিহাসিক' লংমার্চ

লাহোর থেকে রাজধানীঃ ইমরান খানের ‘ঐতিহাসিক’ লংমার্চ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর লংমার্চ কর্মসূচি আগামী শুক্রবার (২৮ অক্টোবর’২২) লাহোরের লিবার্টি চক থেকে রাজধানী ইসলামাবাদের দিকে।মঙ্গলবার (২৫ অক্টোবর) পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানএ তথ্য দেন।

ইমরান খান দাবি করেন, দেশের ‘প্রকৃত স্বাধীনতা’র জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল ১১টায় লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হবে। তিনি নিজেই কর্মসূচির নেতৃত্ব দেবেন।

সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, এই লংমার্চের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তারা জিটি রোড থেকে ইসলামাবাদে পৌঁছাবেন। পাকিস্তানের সব জায়গা থেকে ঢল ইসলামাবাদে নামবে।

এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি দাবি করেন। এই লংমার্চ রাজনীতির ঊর্ধ্বে। জনগণের  উপর চাপিয়ে দেওয়া চোরদের হাত থেকে মুক্তি পাওয়ার যুদ্ধ। এই যুদ্ধই ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোথায় যাবে।

লংমার্চ কর্মসূচি নিয়ে দলের দাবি প্রসঙ্গে ইমরান খান বলেন, তিনি একটাই চান, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে। তিনি চান জনগণ সিদ্ধান্ত নিক। তিনি সমগ্র জাতির প্রতি আহ্বান জানান যে, জনগণ সিদ্ধান্ত নিক  যে তারা একটি স্বাধীন দেশ পেতে চায়।

এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান বলেন, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। তারা আইন ভঙ্গ করবে না বা রেড জোনে প্রবেশ করবেনা। আদালতের অনুমতি সাপেক্ষে ইসলামাবাদে লংমার্চ এর জমায়েত অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেন। তিনি  শুধু জনগণ কী চায় তা দেখাতে অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published.

X