ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
টাইম টিভি ডেস্ক

আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সফরে তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, শাহবাজ শরিফ সফরকালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রের আগে তিনি যুক্তরাজ্য সফর করবেন। তার সঙ্গে থাকবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সফরে ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে অক্টোবর মাসে মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের প্রস্তুতিও চলছে। পাকিস্তানি কর্মকর্তারা মনে করছেন, এই সফর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে পারে।
অন্যদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানি রপ্তানিপণ্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একে দুই দেশের প্রশাসনের যৌথ সাফল্য হিসেবে দেখছে ইসলামাবাদ।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
