অভিভাবকদের আপত্তিই সবচেয়ে বড় বাধা
যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ
টাইম টিভি ডেস্ক

নতুন শিক্ষাবর্ষে শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আরও ১৭টি অঙ্গরাজ্য ও ডিসট্রিক্ট অব কলম্বিয়া, যার মধ্যে রয়েছে নিউইয়র্ক ও কেন্টাকি। এতে করে বর্তমানে মোট ৩৫টি অঙ্গরাজ্যে স্কুলে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সীমাবদ্ধতা কার্যকর হলো।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। তাদের মতে, মোবাইল ফোন শিশুদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলে এবং পড়াশোনার প্রতি মনোযোগ কমিয়ে দেয়। তবে গবেষকদের একাংশ বলছে, এর প্রভাব সবক্ষেত্রে স্পষ্ট নয়।
এমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জর্জিয়ার ১২৫টি স্কুলে পরিচালিত জরিপে দেখেছেন, শিক্ষার্থীদের সামাজিক ও ডিজিটাল মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে অভিভাবকদের আপত্তিই সবচেয়ে বড় বাধা।
নতুন নীতিমালা অনুযায়ী, নিউইয়র্কসহ ১৮টি অঙ্গরাজ্য এবং ডিসট্রিক্ট অব কলম্বিয়ায় স্কুলের ভেতরে সারা দিন মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ থাকবে। জর্জিয়া ও ফ্লোরিডায় নিষেধাজ্ঞা শুধুমাত্র কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত প্রযোজ্য হবে।
অন্যদিকে, আরও সাতটি অঙ্গরাজ্যে কেবল ক্লাস চলাকালীন ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে ক্লাসের ফাঁকে বা মধ্যাহ্নভোজের সময় ফোন ব্যবহার করা যাবে। স্থানীয়ভাবে স্কুল পরিচালনার ঐতিহ্য রয়েছে এমন কিছু অঙ্গরাজ্যে একটি বাধ্যতামূলক নীতিমালা কার্যকর হলেও, অন্য অঙ্গরাজ্যগুলোও দ্রুত কঠোর সীমাবদ্ধতা আরোপ করবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
