ভারত ‘আমেরিকার শতভাগ মিত্র নয়’: মার্কো রুবিও
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব থাকলেও দেশটি এখনো “যুক্তরাষ্ট্রের শতভাগ মিত্র হয়ে উঠেনি” বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা এবং তা আন্তর্জাতিক বাজারে পুনঃরপ্তানি করাকে কেন্দ্র করে ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে “অসন্তোষ ও বিরক্তি” তৈরি হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন,
“ভারত আমাদের বন্ধু, কৌশলগত অংশীদার। কিন্তু তাদের অনেক ব্যবসায়িক নীতি আমাদের বিরক্তির কারণ। তারা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি কিনছে এবং কখনো কখনো তা বেশি দামে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে। এই আচরণ রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে সাহায্য করছে, যা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অগ্রহণযোগ্য।”
তিনি আরও বলেন,
“ভারতের এই ভূমিকা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার দিক থেকেও অস্বস্তিকর। এটা শুধু একটি বিষয় নয়—অসন্তোষের আরও অনেক জায়গা রয়েছে।”
ভারতের ওপর নতুন মার্কিন শুল্ক
এর একদিন আগে, ৩০ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন,
“ভারত আমাদের বন্ধু হলেও, তারা বছরের পর বছর আমেরিকান পণ্যে উচ্চ শুল্ক ও অ-আর্থিক বাণিজ্য বাধা দিয়ে রেখেছে। পাশাপাশি তারা রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কিনে যুদ্ধকে পরোক্ষভাবে সহায়তা করছে।”
তিনি সতর্ক করে জানান,
“এই কারণে শুধু শুল্ক নয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও অস্ত্র চুক্তির জন্য অতিরিক্ত জরিমানাও আরোপ করা হবে।”
ভারতের প্রতিক্রিয়া
মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে,
“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সম্পর্কে সচেতন এবং এর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছি। ভারতের অগ্রাধিকার হলো জাতীয় স্বার্থ, বিশেষ করে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সুরক্ষা।”
ভারতের পক্ষ থেকে এখন “সুষ্ঠু ও ভারসাম্যপূর্ণ” চুক্তির লক্ষ্যে আলোচনার কথাও জানানো হয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন: আইএসপিআর

দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন শুল্কহার পাকিস্তানের, ট্রাম্পকে শাহবাজের ‘গভীর কৃতজ্ঞতা’

ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র সম্ভব নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাঁচ মাসে ৫০ ইমিগ্রেশন বিচারক বরখাস্ত: পাল্টা আইনী লড়াইয়ের প্রস্তুতি

জামায়াতের আমীর হার্টে ৩ টি নয়, ৫ টি ব্লক
