সাবেক আইস কর্মকর্তাদের ফেরাতে ৫০ হাজার ডলার বোনাস ঘোষণা
গণ ডিপোর্টেশনের গতি বৃদ্ধিতে ‘অপারেশন রিটার্ন টু মিশন’
বাংলা পত্রিকা

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসন বিতাড়ন বা গণ ডিপোটেশন অভিযানকে দ্রত করতে একের পর এক কার্যক্রম ও কৌশল নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার আইস এর লোকবল সংকট কাটাতে নতুন নিয়োগের পাশাপাশি অভিজ্ঞ প্রাক্তন কর্মকর্তাদের বিশাল অংকের বোনাসসহ নানা আথিক সুবিধা দিয়ে ফের কাজে যোগদানের অফার দিচ্ছেন ট্রাম্প প্রশাসন।
ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এ ডিপোর্টেশন কর্মকর্তা হিসেবে ফের যোগদানে ৫০ হাজার ডলার সাইনিং বোনাস দিয়ে ইমেইল পাঠাচ্ছে এর প্রাক্তন কর্মকর্তাদের। আর এ নিয়োগের নাম দেয়া হয়েছে নাম ‘অপারেশন রিটার্ন টু মিশন’।
অভিবাসী বিতাড়নে নতুন বিলে ৭৫ বিলিয়ন ডলার বাজেট পাওয়ার পর এখন অভিজ্ঞ, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ফেরাতে দিচ্ছে আর্থিক প্রণোদনা। সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত সাইনিং বোনাস, পেনশনের পাশাপাশি মাসিক বেতন, এবং বাড়তি সুযোগ—সুবিধা।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কর্মঘণ্টা, বাড়তি চাপ এবং নির্বাসন কোটা পূরণে জোরাজুরির কারণে নতুন লোকবল নিয়োগ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অভিজ্ঞ সাবেক কর্মকর্তাদের ফেরাতে ট্রাম্প প্রশাসন নানা প্রণোদনা ঘোষণা করেছে।
আইস—এর ওয়েবসাইট ও লিঙ্কডইনে প্রকাশিত একাধিক ঘোষণায় জানানো হয়েছে, সংস্থাটি ১০,০০০ নতুন অফিসার নিয়োগ দেবে, যাদের বড় বড় শহরে মোতায়েন করে অবৈধ অভিবাসীদের দ্রুত চিহ্নিত ও গ্রেফতারে ব্যবহৃত হবে। এর মধ্যে যারা আগে আইস—এ কাজ করে গেছেন এবং গত পাঁচ বছরের মধ্যে অবসর নিয়েছেন, বিশেষত তারা এই কর্মসূচির আওতায় থাকবেন।
আইস’র বার্তায় বলা হয়েছে, “এটি আমাদের দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আপনাদের অভিজ্ঞতা ও দক্ষতা এখন সবচেয়ে বেশি দরকার। কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে আমরা আপনাদের আবার আহ্বান জানাচ্ছি।”
যারা ১ আগস্টের মধ্যে আবেদন করবেন, তারা তিন ধাপে মোট ৩০ হাজার ডলারের বোনাস পাবেন। ফিরে এলেই ১০ হাজার ডলার, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আরও ১০ হাজার এবং পরবর্তী তিন বছরে বছরে ১০ হাজার ডলার করে। পাশাপাশি থাকবে ‘ডুয়াল কম্পেনসেশন ওয়েভার’ সুবিধা, যাতে পেনশনের পাশাপাশি পূর্ণ বেতনও নেওয়া যাবে।
ফিরে আসা কর্মকর্তারা চাইলে ‘ডিপোর্টেশন অফিসার’ বা ‘ক্রিমিনাল ইনভেস্টিগেটর’ পদে আবেদন করতে পারবেন। এসব পদের বেতন স্কেল বার্ষিক ৮৮ হাজার থেকে ১ লাখ ৭১ হাজার ডলারের মধ্যে।
আইস জানিয়েছে, ৪ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ পাস হওয়ার পর সংস্থাটির বাজেট তিনগুণ বেড়ে ৭৫ বিলিয়ন ডলারে পেঁৗছেছে। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে গ্রেফতার ও নির্বাসনের জন্য এবং ৪৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে আটক কেন্দ্র সপ্রসারণে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা রবার্ট জে. হ্যামার এক পোস্টে লিখেছেন, “পেনশন ও বেতন একসঙ্গে নিতে চান? সঙ্গে চান ৫০ হাজার ডলারের সাইনিং বোনাস? তাহলে এখনই আবেদন করুন।”
নিউইয়র্ক টাইমস তাদের হাতে পাওয়া একটি ইমেইলের ওই বার্তা তুলে ধরে তাদের প্রতিবেদনে। সেখানে লিখা ছিলো , “আমরা জরুরি ভিত্তিতে সাবেক আইস আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি এখনই ফেরার সময়।” তবে শর্ত হলো, পুরো বোনাস পেতে হলে আবেদন করতে হবে আগামী ১ আগস্টের মধ্যে।
তবে ঠিক কতজন সাবেক কর্মকর্তা এই আহ্বানে সাড়া দেবেন, তা এখনো পরিষ্কার নয়। কিছু ইতিবাচক প্রতিক্রিয়া ইতোমধ্যে লিঙ্কডইনে দেখা গেছে। তবে আইস ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
আন্তর্জাতিক এর আরো খবর

ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো 'বাংলাদেশি'
.jpeg)
গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩২, শিশুসহ দগ্ধ ১৬৫

সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ / সিলেট বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন

গণ ডিপোর্টেশনের আগ্রাসী পদক্ষেপে ট্রাম্প প্রশাসন
