জুলাইয়ের ১২ দিনেই রেমিট্যান্স ১৩ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ১৭৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এ বছর একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, জুলাইয়ের প্রথম ১২ দিনে—
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮ লাখ ডলার,
কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ডলার,
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ডলার,
বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ লাখ ডলার।
এর আগে, জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের জুন মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরে দেশে ইতিহাসের সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। এর আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
