মামদানী মেয়র হলে ফেডারেল ক্ষমতায় নিউইয়র্কের নিয়ন্ত্রণ নেয়ার হুশিয়ারি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্ক: জোহরান মামদানি মেয়র নির্বাচিত হলে শহরের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে, এই আশঙ্কা প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে তিনি ফেডারেল ক্ষমতা ব্যবহার করে নিউইয়র্কের নিয়ন্ত্রণ নিতে পারেন।
হোয়াইট হাউসে মঙ্গলবার কেবিনেট মিটিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি একজন কমিউনিস্ট নিউইয়র্ক চালানোর দায়িত্ব পায়, শহরটা আর আগের মতো থাকবে না। তবে হোয়াইট হাউসে আমাদের ক্ষমতা আছে। সেই নিয়ন্ত্রণ হয়তো ওয়াশিংটন থেকেই করা হবে।”
ট্রাম্প আরও বলেন, “সে একটা বিপর্যয়। সে ডেমোক্র্যাট মনোনয়ন পেয়েছে, আর এটাই প্রমাণ করে ডেমোক্র্যাটরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সে জন ক্যাটসিমা টিডিসের মুদির দোকানগুলো দখল করতে চায়।”
ট্রাম্প তার প্রথম মেয়াদেও নিউইয়র্কে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে শহরের ফেডারেল অর্থ সহায়তা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এবারও তিনি বলেন, “আমরা নিউইয়র্কের জন্য কিছু করব। এখনই বলছি না কী করব, তবে আমরা নিউইয়র্ককে আবার মহান করে তুলব—দেশকেও।”
নিউইয়র্কের মেয়র পদের রেসে থাকা অন্য প্রার্থীদের প্রসঙ্গ টেন ট্রাম্প বলেন, “কার্টিস স্লিওয়া তো প্রায় প্রতি চার বছরেই দাঁড়ায়। এরিক অ্যাডামস আছেন, কুয়োমো আছেন—যদিও প্রাইমারিতে বাদ পড়েছেন। আর আছেন মামদানি, যাকে আমি খুব একটা দক্ষ মনে করি না।”
আন্তর্জাতিক এর আরো খবর

মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী খুন: অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

ফেডারেল কর্মী ছাঁটাই ও সংস্থা পুনর্গঠনে অনুমোতি যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের

ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে দেখবেন ট্রাম্প

পবিত্র কাবার বার্ষিক গোসল অনুষ্ঠান সম্পন্ন, সৌদির শীর্ষ নেতৃবৃন্দ ও ইমামগণের সম্মিলন

পাকিস্তানে সন্ত্রাসে ভারতের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে— মন্তব্য পাক সেনা মুখপাত্রের
