লোহিত সাগরে হুতিদের হামলায় ডুবল ‘ইটার্নিটি সি’, নিহত ৪, নিখোঁজ ১৫
নিজস্ব প্রতিবেদক

লোহিত সাগরে চালকবিহীন নৌকা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ‘ইটার্নিটি সি’ নামের গ্রিসের মালিকানাধীন জাহাজটি ডুবে গেছে। হামলার ঘটনায় ৪ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
জাহাজটি থেকে ৬ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। হামলাটি চালানো হয় গত সোমবার (৭ জুলাই)। হুতি গোষ্ঠীর দাবি, তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালিয়েছে।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। সেজন্যই হামলা চালানো হয়েছে।” হামলার দুই দিন পর, বুধবার (৯ জুলাই) জাহাজটি সম্পূর্ণভাবে ডুবে যায়। হুতিরা জানিয়েছে, তারা বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে গেছে।
হুতিরা এ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জাহাজে বিস্ফোরণের দৃশ্য, নাবিকদের সতর্ক করতে টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার চিত্র দেখা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন হুতিদের বিরুদ্ধে নাবিক অপহরণের অভিযোগ এনেছে এবং তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (UKMTO) জানায়, হামলায় জাহাজটি ‘উল্লেখযোগ্য ক্ষতির’ শিকার হয় এবং নিয়ন্ত্রণ হারায়।
ব্রিটেনভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ‘ইটার্নিটি সি’ হুতি-নিয়ন্ত্রিত হোদেইদাহ উপকূলের কাছে ডুবে যায়।
এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে লোহিত সাগরে হামলা চালিয়ে একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহী গোষ্ঠী। গত সোমবার (৭ জুলাই) এক বার্তায় গোষ্ঠীটি জানায়, গুলি, রকেট ও দূরনিয়ন্ত্রিত বিস্ফোরকভর্তি নৌকা ব্যবহার করে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ট্রাম্পের বেশিরভাগ শুল্কই অবৈধ, ফেডারেল আদালতের রায়

স্থানীয় করোনারের বিরুদ্ধে তদন্ত, পদত্যাগের দাবি / কলোরাডোয় ফিউনারেল হোম থেকে ২৪টি পচা মৃতদেহ উদ্ধার

বিশাল বাজেট আর রেকর্ড অফিসার নিয়োগ / ব্যাপক আকারে অবৈধ অভিবাসী ধরপাকড়ে প্রস্তুত হচ্ছে আইস

পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা

ভুয়া কাগজ দিয়ে ভিসা আবেদন করলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র দূতাবাস
