পাকিস্তানে গ্যাস ট্র্যাঙ্কার বিস্ফোরণে ছয় জনের মৃত্যু
অনলাইন ডেস্ক

পাকিস্তানের মুলতানে একটি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন। মুলতানের হামিদপুর কানোরা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, সোমবার ভোররাতে এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। তাদের এক কর্মকর্তা জানিয়েছেন যে, ঘটনার খবর পেয়ে খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছান। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন তারা।
প্রাথমিকভাবে ভয়াবহ ওই বিস্ফোরণে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। কিন্তু উদ্ধার তৎপরতার সময় আরেক নারীর মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়জনে। এদের মধ্যে একজন অল্প বয়সী মেয়ে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ভারতে চলছে ভয়ংকরভাবে মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ

বাবার মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন ইমরান খানের দুই ছেলে
.jpeg)
রাজনৈতিক দলের সঙ্গে বিডার মতবিনিময় সভা

ইসরায়েলি বর্বরতায় কঠিন খাদ্যাভাবে নিজ ভূমিতে গাজাবাসি / দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার সকল জনগোষ্ঠী জাতিসংঘ প্রতিবেদন

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের তিক্ততা / ইসরাইলকে ধুলোয় মিশিয়ে দেয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের!
