আমেরিকার স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ফল মিলল হাতেনাতে
করোনা মহামারির সময় ঘরবন্দী ছিল শিশুসহ অনেকেই। সময় কাটাতে অনেকেই ডিজিটাল বাক্সে বন্দী হয়ে পড়ে। বাদ যায়নি শিশুরাও। সময় কাটাতে মোবাইলে বন্দী হয়ে ছিল শিশুদের জীবন। পড়াশোনা থেকে গেম সবকিছুই মুঠোফোনে চলছিল। এতে অভ্যস্ত হয়ে পড়েছিল অনেক শিশু। এ জন্য স্কুলেও মুঠোফোন নিত শিশুরা। এবার আর তা হচ্ছে না। ম্যাসাচুসেটসের বাক্সটন স্কুলেই বন্ধ হলো মুঠোফোনের ব্যবহার। পড়ুয়াদের ভবিষ্যৎ এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণ ছিল, মুঠোফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা ক্রমে অসামাজিক হয়ে পড়ছিল। তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়ছিল। কারণ, শিক্ষার্থীরা খেলত না, মুঠোফোনে ব্যস্ত থাকত। তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে বড় এ সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। দুই মাসেই সুফল পেয়েছে স্কুল কর্তৃপক্ষ।