December 26, 2024
বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে ফারহান যা বললেন কো-পাইলট আশরাফুজ্জামান আশরাফ

বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে ফারহান যা বললেন কো-পাইলট আশরাফুজ্জামান আশরাফ

বিমান-দুর্ঘটনায়-না-ফেরার-দেশে-ফারহান-যা-বললেন-কো-পাইলট-আশরাফুজ্জামান-আশরাফ

বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে ফারহান : যা বললেন কো-পাইলট আশরাফুজ্জামান আশরাফ

দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন বাংলাদেশী বংশোদ্ভ‚ত ট্রেইনি পাইলট ফয়জুল চৌধুরী ফারহান। ২৭ নভেম্বররাত ১০ টায় লংআইল্যান্ডের একটি হসপিটালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৫ মার্চ লং আইল্যান্ডের ফার্মিংডেল এয়ারেপোর্টে একটি প্রশিক্ষণ বিমান চালানোর সময় তিনি দূর্ঘটনা কবলিত হন। দূর্ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিলো।

মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ২৩ বছর। বৃহস্পতিবার বাদ যোহর পার্কচেস্টার জামে মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তরুণ এ পাইলটের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

X