৪৮ দিনে ৭৩ টি বন্দুক হামলা: বন্দুক আইন সংস্কার করতে চান বাইডেন
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শুক্রবার বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনার পর আরও কঠোর বন্দুক আইনের আহ্বান জানিয়েছেন।
জো বাইডেন বলেন, অ নে ক হয়েছে, এখন এই ঘটনার লাগাম টানতেই হবে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, “আমরা এই বছর ৪৮ দিন মাত্র পার করেছি, যার মধ্যে ৭৩ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। চিন্তাভাবনা এবং প্রার্থনাই বড় বিষয় নয়। বন্দুক সহিংসতা এখন একটি মহামারী হয়ে উঠেছে এবং কংগ্রেসকে এখনই এটি নিয়ে কাজ করতে হবে।’