January 20, 2025
রমজানে মসজিদে নববীতে এক কোটির বেশি মুসল্লি

রমজানে মসজিদে নববীতে এক কোটির বেশি মুসল্লি

রমজানে মসজিদে নববীতে এক কোটির বেশি মুসল্লি

রমজানে মসজিদে নববীতে এক কোটির বেশি মুসল্লি

রমজান মাসের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি ও দর্শনার্থী পবিত্র মসজিদে নববিতে এসেছেন। এ সময় পবিত্র রওজা শরীফে এসেছেন ৬ লাখ ৭৫ হাজার ৯৮৩ জন।

সৌদি গেজেট অনুসারে, রমজানের প্রতি দিন মসজিদ আল-হারাম এবং মসজিদ আল-নবাবিতে ইফতার করা হয়। রমজানের প্রথম ১০ দিনে মসজিদে নববীতে প্রায় ২.৩ লাখ ইফতার সামগ্রী এবং ১০ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে।

পবিত্র রওজা শরীফ জিয়ারত করছেন বিপুল সংখ্যক হাজী। বিশাল জনসমাগম নিয়ন্ত্রণে নারী ও পুরুষদের জন্য আলাদা সময়সূচি করা হয়েছে। এটি আপাতত রমজান মাসের শুরু থেকে ১৯ তারিখ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই দিনগুলিতে, পুরুষরা সকাল ২.৩০ টা থেকে ফজরের নামায এবং ১১.৩০ থেকে এশার নামায পর্যন্ত জিয়ারত করতে পারেন। আর মহিলারা ফজরের নামাজ থেকে সকাল ১১টা এবং দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেতে পারবেন।

উল্লেখ্য,আল্লাহর অসংখ্য পবিত্র নিদর্শনের মধ্যে পবিত্র কাবা শরীফের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হল মসজিদে নববী (সা.)। এই মহিমান্বিত মসজিদে নববী মানে নবীর মসজিদ। এই মসজিদটি বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ ও পবিত্র স্থান। যেখানে ভালোবাসার সাথে এক রাকাত নামায পড়লে ৫০,০০০ রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব পাওয়া যায়।  এ মসজিদের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে কুরআন ও হাদীসে অসংখ্য নির্দেশনা রয়েছে। যা সৌদি আরবের মদিনার মুনাওয়াইরায় অবস্থিত। এই মসজিদের অভ্যন্তরে দক্ষিণ পাশে হযরত (সা.)-এর নূরানী রওজায়ে আকদাস শরীফ রয়েছে। যা পবিত্র কাবার পর পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হিসেবে স্বীকৃত।

নবী মুহাম্মদ (সা.) যখন মক্কা থেকে মদীনায় হিজরত করেন, তখন এই শহরকে ‘ইয়াসরিব’ বলা হয়। রাসুল (সাঃ) আসার পরপরই ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদীনা রাখেন। কিন্তু এমন কোন মসজিদ ছিল না যেখানে নবী সহ সাহাবীগণ নামাজ পড়বেন। নবী (সাঃ) নিজেই একটি মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন যখন নতুন হিজরতকারীদের মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদে একটি খালি জায়গা ছিল। আর তিনি এই মসজিদের নাম দিয়েছেন ‘মদিনা মসজিদ’। যা মদীনার ‘মসজিদ নববী শরীফ’ (সা.) বা মদিনা মুনাওয়ারা নামে পরিচিত। প্রথম মসজিদটি তৈরি করতে প্রায় ৭ মাস সময় লেগেছিল। অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর থেকে ৬২৩ খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত ১ম মদিনা মসজিদ নির্মাণের সময় লাগে প্রায় ৭ মাস।

 

Leave a Reply

Your email address will not be published.

X