November 21, 2024
হিজাব বা পর্দা সমাজকে নিরাপত্তা দেয়ঃ বেপর্দা করে ধ্বংস

হিজাব বা পর্দা সমাজকে নিরাপত্তা দেয়ঃ বেপর্দা করে ধ্বংস

হিজাব বা পর্দা সমাজকে নিরাপত্তা দেয়ঃ বেপর্দা করে ধ্বংস

হিজাব বা পর্দা সমাজকে নিরাপত্তা দেয়ঃ বেপর্দা করে ধ্বংস

গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় বলতে পারি যে পর্দা নারীর,পুরুষের এবং গোটা সমাজের জন্য নিরাপত্তা এবং কল্যাণ বয়ে আনতে পারে । বিপরীত পক্ষে বেপর্দা একটা সমাজকে ধ্বংস করার অন্যতম নিয়ামক।  সে আলোচনাই আজকের পর্বে আমাদের মূল বিষয় কিভাবে হিজাব বা পর্দা সমাজকে নিরাপত্তা দেয়ঃ বেপর্দা করে ধ্বংস ।

হিজাব হল আত্মমর্যাদাবোধের প্রতীক : হিজাব সেই আত্মমর্যাদাশীল পুরুষের জন্যও উপযুক্ত, যারা  নিজ স্ত্রী ও কন্যাদের প্রতি পরদৃষ্টির লোলুপতায় মর্যাদাবোধে আঘাত প্রাপ্ত হয়। জাহিলী যুগে এবং ইসলামের মধ্যেও নারীর মর্যাদা ও সম্মান রক্ষার্থে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছিল। হজরত আলী (রা.) বলেন, আমি শুনেছি, তোমাদের নারীরা অনারব কাফের পুরুষদের সঙ্গে বাজারে গিয়ে ভিড় জমায়? তোমাদের মধ্যে আত্মসম্মানবোধ নেই? যার আত্মসম্মানবোধ নেই তার মধ্যে কোন কল্যাণ নেই।

হিজাব হলো নারীদের আবরণ: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীলদের গোপনকারী। তিনি লজ্জা এবং গোপনীয়তা পছন্দ করেন। তিনি আরও বলেছেন: যে মহিলা তার নিজের ব্যতীত অন্যের বাড়িতে যায় এবং তার  পোশাক খোলে; আল্লাহ তার থেকে পর্দা ছিঁড়ে দেবেন।

হিজাব হল ঈমানের সাথে সম্পৃক্ত: আল্লাহ তায়ালা মুমিন নারী ছাড়া কাউকে হিজাব করার নির্দেশ দেননি। একবার বনি তামিম গোত্রের কিছু মহিলা পাতলা কাপড় পরিধান করে উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) এর কাছে আসেন। তিনি বললেন, যদি তোমরা মুমিন হও, তবে এটা কোনো মুমিন নারীর পোশাক নয়। আর যদি তোমরা বিশ্বাসী না হও, তবে এপোষক দ্বারা উপকৃত হতে পারবে।

পর্দা না করার বিপদঃ

পর্দা না করা আল্লাহর রাসুল (সাঃ) এর কাছে অশ্লীলতা। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করবে সে নিজেরই ক্ষতি করবে। আল্লাহর কোন ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু সে এমন লোক নয় যে (জান্নাতে যেতে) অস্বীকার করে। তারা জিজ্ঞেস করল, কে অস্বীকার করে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে; আর যে আমার অবাধ্য হবে সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে। (বুখারী)।

পর্দাহীনতা অভিশাপ: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা আসবে যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে (অর্থাৎ তারা এত টাইট ফিট পোশাক পরবে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ পোশাকের  উপর দিয়ে মাপা যাবে। এরকম নারীরাই  আসলে পোশাক পড়েও উলঙ্গ। ) তাদের মাথা হবে উটের মাথার মত। তোমরা তাদেরকে অভিশাপ কর। কারণ তারা অভিশপ্ত। আর  উলঙ্গ হওয়া জাহান্নামের কাজ; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে মানুষের দুটি দল রয়েছে। যাকে এখনো দেখিনি। একদল লোক তাদের হাতে গরুর লেজের মতো লাঠি নিয়ে যা দিয়ে তারা মানুষকে মারধর করে। আর অন্য দল হলো এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ। (মুসলিম)।

অন্যান্য খবর

হজ করতে ৫৪০০ কিলোমিটার হেঁটে মক্কায় পাকিস্তানের উসমান আহমদ
যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

পর্দাহীনতা ইবলীসের স্বভাব: আদমের সাথে ইবলিসের ঘটনা আমাদের সামনে ইবলিসের ষড়যন্ত্র প্রকাশ করে; পিউবিক এলাকা উন্মোচিত হওয়ার জন্য এবং পর্দা উন্মোচনের জন্য সে কতটা আগ্রহী ছিল। বেপর্দা হচ্ছে শয়তানের মূল লক্ষ্য। আল্লাহ্ বলেন, হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে; যেমন সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমতাবসস্থায় যে তাদের থেকে তাদের পোষাক খুলিয়ে দিয়েছে। যাতে করে তাদের লজ্জাসস্থান প্রকাশ হয়ে পড়ে। (সূরা আরাফ- ২৭)। । তাই ইবলিস হচ্ছে নির্লজ্জতা ও নির্লজ্জতার আহবানকারী । আর সেই বহুত  আধুনিক নারী মুক্তি নামক আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নেত্রীদের অন্তর্নিহিত শক্তি।

বেপর্দা ইহুদিদের নীতি: মুসলিম জাতির নৈতিকতা বিনষ্টের ইহুদিদের ষড়যন্ত্র কারো কাছে গোপন নয়। বিশেষ করে নারীদের ফিতনার মাধ্যমে। কারণ নারীর সঙ্গে পুরুষের অবাধ মেলামেশাই জাতির নৈতিকতা বিনষ্টের প্রধান অস্ত্র। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “দুনিয়া ও নারীদের থেকে সাবধান।” কেননা বনী ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম ফিতনা হয়েছিল মহিলাদের দ্বারা। (মুসলিম)। বেপর্দা একটি জঘন্য জাহিলী অভ্যাস: আল্লাহ বলেন, “তোমরা নিজেদের ঘরে অবস্থান কর – মূর্খতার যুগে নিজেদেরকে (বেপর্দা) প্রদর্শন করো না।” (সূরা আহজাব-৩৩)। এই আয়াতে পর্দাকে অন্ধকার যুগের বর্বরদের রীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলী যুগের সকল রীতিনীতিকে পদদলিত করেছেন। তিনি বললেনঃ মূর্খ যুগের সকল বিষয় আমার পায়ের নিচে। (বুখারী)।

বেপর্দা চরিত্র হননের অন্যতম মাধ্যম:  কারণ এর মাধ্যমে নারীরা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ফলে তাদের চরিত্র নষ্ট হয়। বিশেষ করে তরুণরা। কারণ নগ্নতা তাদের অন্তরে উদ্রেক করে; ফলে তারা অশ্লীলতার আশ্রয় নেয়। বেপর্দার  কারণে নারীরা আজ একেবারেই সস্তা পণ্য। যার বাস্তব প্রমাণ বর্তমান মিডিয়া।  ব্যবসায়ীরা তাদের পণ্য বাজারজাত করতে নারীদের ব্যবহার করেন। বেপর্দার কারণে বেশির ভাগ ক্ষেত্রেই অনেক ধরনের দুরারোগ্য রোগের সৃষ্টি হয়েছে। যখন এইডস… রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখনই কোনো জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পাবে, তখনই তাদের মধ্যে মহামারী, দুর্ভিক্ষ ইত্যাদি ব্যাপক আকার ধারণ করবে; যা তাদের পূর্বসূরিদের মধ্যে ছিল না। (ইবনে মাজাহ)।

চোখে ব্যভিচারের পথকে সহজ করে দেয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো তাকানো। আধুনিক যুগের সবচেয়ে বড় চরিত্র হননের অস্ত্র হইল বেপর্দা নারীর মাধ্যমে পুরুষদের চক্ষুকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়া যা বড় ধরনের সীমালংঘন পাপাচার এর সূত্রপাত ঘটাতে নিবিড় ভাবে সাহায্য করে। আল্লাহ বলেন,

 یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَ مَا تُخۡفِی الصُّدُوۡرُ

চক্ষুসমূহের খেয়ানত (চক্ষুর চোরা চাহনি) এবং অন্তরসমূহ যা গোপন রাখে তিনি তা জানেন । সুরা গাফির (আল মু’মিন) আয়াত-১৯্বে.।

চলবে…।

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

X