হন্ডুরাসের নারী কারাগারে ৪১ জনকে পুড়িয়ে, গুলি করে, কুপিয়ে হত্যা
হন্ডুরাসে হাহাকার! জেলের ভিতরে ভয়ানক দাঙ্গা। মহিলা কারাগারের ভেতরে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তারা কারা হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বন্দীরা একে অপরের উপর নৃশংসভাবে হামলা চালায়। জীবন্ত পুড়িয়ে মারা, গুলি ও হ্যাকিং চলেছে। কারাগারের সিসিটিভিতে ওই ভয়াবহ দাঙ্গার দৃশ্য রেকর্ড করা হয়েছে। যা দেখে প্রশাসনের দাবি, বেশ কিছু কুখ্যাত চক্র বাইরে থেকে জ্বালানি ও অস্ত্র সরবরাহ করেছে। পরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
টেগুসিগাল্পার ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট্রো ফেমিনিনো ডি অ্যাডাপটাসিওন সোশ্যাল কারাগারে মঙ্গলবার ভোরে একটি দাঙ্গা শুরু হয়। ৯০০ জন মহিলা কারাগারের বাসিন্দা। দাঙ্গায় ৪১ জন মহিলা মারা যান। তাদের মধ্যে ২৫ জনকে পুড়িয়ে মারা হয়, ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়। অন্যদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তুমুল সংঘর্ষে আহত হন অনেকে। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হন্ডুরান প্রশাসন।
বন্দীদের পরিবারকে সমর্থন করে এমন একটি সংস্থার সভাপতি ডেলমা অর্ডোনেজের মতে, মঙ্গলবার সকালে “গ্যাং ব্যারিও ১৮ ” এবং “মারা সালভাত্রুচা” গ্রুপের মধ্যে একটি দাঙ্গা শুরু হয়। এদিকে নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে কারাগারের বাইরে জড়ো হন বন্দিদের স্বজনরা। স্বজনরা আদৌ বেঁচে আছেন কি না জানতে চান তারা।
হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো দাঙ্গা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, কারাগারের নিরাপত্তারক্ষীদের সহায়তায় মারা গ্রুপটি পরিকল্পিত হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত করা হবে। দোষীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
1 Comment