January 18, 2025
জিম করতে করতে হঠাৎ লুটিয়ে পড়েই মারা গেলেন তরুণী

জিম করতে করতে হঠাৎ লুটিয়ে পড়েই মারা গেলেন তরুণী

জিম করতে করতে হঠাৎ লুটিয়ে পড়েই মারা গেলেন তরুণী

জিম করতে করতে হঠাৎ লুটিয়ে পড়েই মারা গেলেন তরুণী

ইকুয়েডরের তরুণী বেটসি ডায়ানা জারামিলো রামিরেজ। বয়স ২৮। জিমে গিয়ে শরীরচর্চা করছিলেন। এমন সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। এরপর আর উঠে দাঁড়াতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডায়ানার।

২৯ নভেম্বর ইকুয়েডরের ‘জোনা মাসকুলার’ জিমে এই ঘটনা ঘটে।

জিমের সিসিটিভিতে ধরা পড়েছে, ওই তরুণী একটি ভারী লোহার পাত নিয়ে ওঠবস করছিলেন। প্রশিক্ষকের নির্দেশ শুনেই তিনি ওই ভার নিয়ে ওঠাবসা করছিলেন। কয়েক সেকেন্ড পরই ভারী লোহার পাত হাতে নিয়েই তাকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। আশেপাশের সবাই ছুটে এসে তাকে ওঠানোর চেষ্টাও করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি।

সংবাদমাধ্যম ‘মেক্সিকান পোস্ট’ অনুসারে, অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই নারীকে মৃত ঘোষণা করেন উপস্থিত চিকিৎসক। চিকিৎসকদের অনুমান হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ডায়ানার

Leave a Reply

Your email address will not be published.

X