১৬ হাজারেরও বেশি হার্ট অপারেশন করা ডাক্তার মারা গেলেন হার্ট অ্যাটাকেই
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ গৌরব গান্ধী মারা গেছেন। তিনি ষোল হাজারেরও বেশি সফল হার্ট সার্জারি করেছেন।
মঙ্গলবার (৬ জুন) ভারতের গুজরাট রাজ্যের জামনগর শহরে মাত্র ৪১বছর বয়সে মারা যান এই চিকিৎসক।
দেশটির পিটিআই জানিয়েছে গৌরব গান্ধী একজন সুপরিচিত কার্ডিওলজিস্ট ছিলেন এবং ১৬০০০ টিরও বেশি হার্ট সার্জারি করেছিলেন,
গুজরাটের জামনগর শহরের সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গৌরব গান্ধী। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
গত মঙ্গলবার সকালে ড. গান্ধী হঠাৎ মারা যান। এ ঘটনায় শহরে শোকের ছায়া নেমে এসেছে। একই সন্ধ্যায় শ্মশানে তার শেষ যাত্রায় যোগ দেন শত শত শোকার্ত। অস্ত্রোপচারের জন্য পরিচিত এই ডাক্তারকে হাজার হাজার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ডাঃ গৌরব গান্ধী জামনগর শহরের গুরু গোবিন্দসিংহ সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।