অমর্ত্য সেনের বাড়ি ভাঙবেন? বুলডোজারের সামনে বসে থাকব: মমতা
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিরোধ নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেছেন, ‘তারা যদি অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে আসে, আমি সেখানে গিয়ে বসব। বুলডোজার দেখা যাক কীভাবে তারা অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে পারে। আমি দেখতে চাই, কার ক্ষমতা বেশি, মানুষ নাকি বুলডোজারের?’
পশ্চিমবঙ্গ সচিবালয়ের নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘আমি তাদের ঔদ্ধত্য দেখতে পাচ্ছি। তারা অমর্ত্য সেনের বাড়ি বুলডোজ করবে।’
সম্প্রতি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যেএর১৫ দিনের মধ্যে, অর্থাৎ ৬ মে এর মধ্যে, অমর্ত্য সেনকে শান্তিনিকেতনে তার বাড়ির দখল করা ৪ কাঠা জমি খালি করতে হবে। অন্যথায় বলপ্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। সেই নোটিশের কথা উল্লেখ করে বিশ্বভারতীকে পাল্টা হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে বীরভূমে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে জমির কাগজপত্র তার হাতে তুলে দেন। তবে এর পর বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের বিরোধ আরও চরমে ওঠে।
বিশ্বভারতীর সাথে অমর্ত্য সেনের জমি বিবাদের মধ্যে, প্রায় ১২০ জন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জমি বিরোধের কারণে সৃষ্ট পরিস্থিতির উল্লেখ করে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের বিশেষ করে ভাইস-চ্যান্সেলরের ভূমিকার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন।
অমর্ত্য সেনকে জমি সংক্রান্ত বিরোধে হয়রানির বিষয়ে মতামত জানাতে অনুরোধ জানিয়ে কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা আজ বিকেল ৫টায় নন্দন থিয়েটারের ৩ নম্বরে একটি সভার আয়োজন করেছেন। অমর্ত্য সেনের হয়রানির প্রতিবাদে রাজ্যের বিশিষ্ট শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী, অধ্যাপক এবং ছাত্ররা ৩০ এপ্রিল থেকে রাস্তায় নামতে চলেছেন।