রুশ আক্রমণে ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত
ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে চলমান সংঘাতে ১৩,০০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে হামলা চালানোর পর থেকে দুই পক্ষ নয় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেছেন, রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের ১০ হাজার থেকে ১৩ হাজার সৈন্য মারা গেছেন।
তবে পোদোলিয়াকের এই মন্তব্য দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেনি।
এর আগে গত জুন মাসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই উপদেষ্টা বলেছিলেন, রাশিয়ার হামলায় প্রতিদিন ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা মারা যাচ্ছে।
এছাড়া নভেম্বর মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল মার্ক মিলি বলেছিলেন, ইউক্রেনে ১ লাখেরও বেশি রাশিয়ান ও ১ লাখের বেশি ইউক্রেনের সামরিক কর্মী নিহত বা আহত হয়েছেন।
এদিকে গত বুধবার একটি ভিডিও ভাষণে ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেছেন, রাশিয়ার হামলায় ১ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও ইইউ কমিশনের একজন মুখপাত্র পরে তার এই বক্তব্য স্পষ্ট করে জানান, এটি একটি ভুল ছিল, এবং পরিসংখ্যানটিতে নিহত ও আহত উভয়কেই উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনীয় টিভি আউটলেট চ্যানেল ২৪-এর সাথে কথা বলার সময় মাইখাইলো পোদোলিয়াক বলেন,‘আমাদের জেনারেল স্টাফের অফিসিয়াল মূল্যায়ন আছে, কমান্ডার-ইন-চিফের (প্রেসিডেন্ট জেলেনস্কি) অফিসিয়াল মূল্যায়ন আছে। সেগুলো অনুযায়ী বলা যায়, রুশ হামলায় ১০ হাজার থেকে ১২৫০০-১৩০০০ সেনা নিহত হয়েছেন।’
তিনি আরও বলেন, নিহত বেসামরিক মানুষের সংখ্যা ‘উল্লেখযোগ্য’ হতে পারে। বিবিসি নিউজ গত জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩৬০০ বেসামরিক মৃত্যুর বিষয়টি শনাক্ত করেছিল। সংখ্যাটা এখন অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পোডোলিয়াক আরও ইঙ্গিত দিয়েছেন যে এই বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে আক্রমণ শুরু হওয়ার পর থেকে ১০০০০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে এবং আরও ১০০০০০ থেকে ১৫০০০০ আহত, নিখোঁজ বা যুদ্ধে ফিরে আসতে অক্ষম হয়েছে।