November 21, 2024
রাশিয়ায় সমকামীতা এবং এর প্রচার’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ

রাশিয়ায় সমকামীতা এবং এর প্রচার’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ

রাশিয়ায় সমকামীতা এবং এর প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ

রাশিয়ায় সমকামীতা এবং এর প্রচার’ সম্পূর্ণরূপে নিষিদ্ধ

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ হোমোসেকচুয়াল প্রোপাগান্ডা নিষিদ্ধ করতে কঠোর আইন পাস করেছে। আইনটি সমস্ত বয়সের রাশিয়ান নাগরিকদের জন্য প্রযোজ্য। এখন আইনে পরিণত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর প্রয়োজন। এর আগে গত ২৪ নভেম্বর সংসদের নিম্নকক্ষেও বিলটি পাস হয়। সিএনএন এ খবর জানিয়েছে।

এই আইন অনুযায়ী, রাশিয়ায় সমকামিতা সংক্রান্ত সব ধরনের প্রচার নিষিদ্ধ। সমকামিতাকে কোনোভাবেই উৎসাহিত বা ক্ষমা করা উচিত নয়। সমকামিতাকে ‘স্বাভাবিক’ বলে বর্ণনা করে এমন কোনো বার্তাও নিষিদ্ধ। এ ছাড়া এই আইনে শিশু যৌনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। শিশু যৌনতার বিস্তার এবং প্রচার নিষিদ্ধ।

রাশিয়ায় এমন আইন আগে থেকেই ছিল। কিন্তু তাতে হোমোফোবিক অভিযান বন্ধ হয়নি।

২০১৩ সালে পাস করা একটি আইন অনুসারে, ১৮ বছরের কম বয়সীদের মধ্যে সামাজিকভাবে গ্রহণযোগ্য যৌনতার বাইরে কোনও যৌনতা অনুমোদিত নয়৷ তবে এটি এখন সমস্ত বয়সের রাশিয়ানদের জন্য প্রযোজ্য হবে৷

আইন অনুযায়ী, যারা এলজিবিটি প্রোপাগান্ডা ছড়ায় তাদের ৪,০০০০০ রুবেল জরিমানা দিতে হবে। যে কোনও বিদেশী যে এটি করবে তাকে গ্রেপ্তার করা হবে এবং ১৫ দিন পর্যন্ত আটকে রাখা হবে। প্রয়োজনে তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে। তবে রাশিয়ার এই আইন নিয়ে পশ্চিমা দেশগুলোতে নিন্দার ঝড় উঠেছে।

নভোমন্ডল আর ভূমন্ডলের সবচাইতে জঘন্য পাপ এবং নোংরামি অপরাধ সমকামিতা।  অনেক পরে বুঝতে পারললেও রাশিয়া ও তার পার্লামেন্ট কে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published.

X