নতুন আফ্রিদি-পুরানা আফ্রিদিঃ জামাই-শশুর
শহীদ আফ্রিদি ও শাহীন আফ্রিদি দুই প্রজন্মের দুই তারকা। এই দুই আফ্রিদি এখন আনুষ্ঠানিকভাবে জামাই-শ্বশুর। । করাচিতে এক জমকালো অনুষ্ঠানে শাহীন শাহ আফ্রিদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ আফ্রিদির ২য় মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে।
এ সময় দুই পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
শাহিন-আনশার বিয়ে পড়ানো হয় করাচীর একটি মসজিদে। এরপর ডিএইচএ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম, সীমিত ওভার ক্রিকেটের সহ-অধিনায়ক শাদাব খান, সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ থেকে বিপিএল খেলে যাওয়া পেসার নাসিম শাহও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে শুভকামনা জানিয়েছেন বাবর আর শাদাবও।
শাহিনের গায়েহলুদের আয়োজন ছিল বৃহস্পতিবার রাতে। এর দুই দিন আগে বিয়ের উদ্দেশ্যে তার পরিবার খাইবার পাখতুনখান থেকে করাচিতে আসেন। সাত ভাইয়ের পরিবারে শাহিন সবার ছোট। তার বড় ভাই রিয়াজ আফ্রিদি পাকিস্তানের হয়ে একটি টেস্ট খেলেছেন।
২২ বছর বয়সী শাহীন ২০১৮ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। এখন পর্যন্ত তিনি ২৫ টি টেস্ট, ৩২ টি ওয়ানডে এবং ৪৭ টি টি-টোয়েন্টি খেলেছেন।
1 Comment