ব্রংকসের জেরিকায় যাত্রা শুরু হলো আল-ইনসাফ সুপার মার্কেটের। শুক্রবার ১৪-৩০ জেরিকা এভিনিউতে এই সুপার শপের উদ্বোধন করা হয়। এই সুপার শপে দেশী মাছ, হালাল মাংস থেকে শুরু করে ফ্রোজেন ফুডসহ নানা ধরনের ফ্রেশ এবং গ্রোসারী পন্য পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি এন মজুমদার। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ রহমতুল্লাহ, ফারুক আহমেদ, মোহাম্মদ কামাল হোসেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নুর হোসেন ফরহাদসহ অন্যরা। ব্রংকসের বাংলাদেশী ছাড়াও বিভিন্ন কমিউনিটির জন্য এই প্রতিষ্ঠান চালু করা হয়েছে বলে জানান নুর হোসেন ফরহাদ। সুপারশপের অবস্থান সাবওয়ের পাশে হওয়ায় যে কেউ সহজেই কেনাকাটা করতে পারবেন বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
ব্রংকসের জেরিকায় আল-ইনসাফ সুপার মার্কেটের উদ্বোধন
- by admin
- January 28, 2023
- 0 Comments
- 1054 Views