ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুঃ সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে
ভুল চিকিৎসায় বা চিকিৎসার খামখেয়ালীতে নবজাতক মা বা যে কোন মানুষের মৃত্যু বাংলাদেশের নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রশাসনিক অবহেলা,চিকিৎসা ব্যবস্থার অনুন্নতি, সহজে ডাক্তার হয়ে যাওয়ার প্রবণতা, এবং সঠিক সময়ে সঠিক বিচার না পাওয়ার ঐতিহ্য এ অবস্থার জন্য জন্য দায়ী।
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও মায়ের মৃত্যুর মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন ডাঃ মুনা সাহা ও ডাঃ শাহজাদী মুস্তারশিদা সুলতানা।
বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা চন্দর আদালত এ আদেশ দেন। এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (নিরস্ত্র) রাসেল তা রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আফনান সুমির আদালতে আসামি শাহজাদী মুস্তারশিদা সুলতানা ও ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা চন্দারের আদালত আসামি মুনা সাহার জবানবন্দি রেকর্ড করেন।
এসময় আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। আসামিদের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা চন্দর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম।