রাজধানীতে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু
অনেক সময়ই কিছু ঘটনার ক্ষেত্রে মনকে কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হয়না। হাজারীবাগের এই ঘটনাটিও মানব মনকে নাড়িয়ে দিয়েছে। তারপরেও আল্লাহর উপর ভরসা করে শিশুদের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন । বিশেষ করে শিশুদের খাবারের ক্ষেত্রে এবং তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো সারাতে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
রাজধানী ঢাকায় লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ এর গজমহলের পুরাতন থানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকত। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদরহাটে।
প্রতিবেশীরা জানান,লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ছটফট করতে থাকে অনিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায়ও জানানো হয়েছে।