January 31, 2025
কোটি টাকার কাবিন ধার্য করায় স্ত্রীকে হত্যার পর মাটিচাপা

কোটি টাকার কাবিন ধার্য করায় স্ত্রীকে হত্যার পর মাটিচাপা

কোটি টাকার কাবিন ধার্য করায়  স্ত্রীকে হত্যার পর মাটিচাপা

কোটি টাকার কাবিন ধার্য করায়  স্ত্রীকে হত্যার পর মাটিচাপা

বুধবার (৩১ মে) রাতে রাজধানীর দক্ষিণখান দক্ষিণপাড়া এলাকা থেকে আফরোজা আক্তার (৪২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আফরোজাকে তার স্বামী আশরাফুল কোটি টাকা কাবিন দাবি করায় হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আশরাফুল নামের এক ব্যক্তির চতুর্থ স্ত্রী আফরোজা আক্তার।

গত রোববার আফরোজাকে হত্যার পর আশরাফুল আফরোজাকে ঘরে মাটি চাপা দিয়ে কানাডায় পালিয়ে যায়।

আফরোজার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায় এবং আশরাফুল দক্ষিণখানের বাসিন্দা। নিখোঁজ হওয়ায় আফরোজার পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। জিডির তদন্তকালে কানাডায় থাকা আফরোজার স্বামীর দেওয়া তথ্য অনুযায়ী মাটিতে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, ‘এক মাস আগে আফরোজার সঙ্গে বিয়ে হয় আশরাফুল।  কাবিন কোটি টাকা। এতেই ক্ষিপ্ত হয়ে আশরাফুল বঁটি দিয়ে আফরোজার মাথায় আঘাত করে এবং আফরোজাকে হত্যার পর লাশ বাড়ির পাশে পুঁতে ফেলে পালিয়ে যায়।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X