ড. ইউনূসের বিরুদ্ধে করা কর ফাঁকির মামলা কার্যতালিকা থেকে বাদ
ড. ইউনূসের ১১০০ কোটি টাকার কর ফাঁকির মামলা হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ পড়েছে। মঙ্গলবার (৯ মে) কার্যতালিকা থেকে বাদ পড়ে।
এর আগে, রোববার (৭ মে) হাইকোর্টকে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, ২০১২-১৭ পাঁচ বছরে ১১০০ কোটি টাকার কর ফাঁকি হয়েছে।
শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল ফলে ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন ডআইনজীবীরা।
সোমবার (৮ মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরদিকে, গত ৩ এপ্রিল এ বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন রাখা হয়।