পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে কথিত ভালোবাসা দিবসে ঢাবিতে বিক্ষোভ
‘সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি’ স্লোগানে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সিঙ্গেলসংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাবির অপরাজেয় বাংলা থেকে ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে একটি শোভাযাত্রা বের হয়। পরে তারা মিছিল করে এবং একপর্যায়ে রাজু ভাস্করের সঙ্গে দেখা করে এবং প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে তারা হরেক রকম স্লোগান দেন। এসময় “চিপায়-চাপায় পড়লে ধরা, মাইর হবে উড়াধুরা”, “সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি”, “পুঁজিবাদী প্রেমের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও”, ” ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সভাপতি আবির হোসেন গিয়াস বলেন, আমরা বিশ্বাস করি যারা প্রেমে প্রতারণার শিকার। তাদের জন্য আমরা কাজ করি। আমরা ঘোষণা দিলাম ১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে সিঙ্গেল দিবস পালন করা হবে। মিঙ্গেলদের বলছি, আপনারা একজন একজনের প্রেম করেন। যখন প্রেম নষ্টামির পর্যায়ে নিয়ে যান তখনই সমস্যা হয়। কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে চার জন মেয়ে একজন ছেলের সঙ্গে প্রেম করে। এগুলো কখনোই গ্রহণযোগ্য না।
উক্ত সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন খোকা জানান, আমরা কোনো চিরকুমার সংঘ না। আমরা সিঙ্গেল সংঘ। আমরা বিয়ে করব কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্ক রাখব না। যদি কোনো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি তাকে বিয়ের জন্য অপেক্ষা করতে বলব। তবুও আমরা বিবাহবহির্ভূত সম্পর্কে যাব না।