November 22, 2024
শুধু অক্টোবরেই প্রায় ২২ হাজার ডেঙ্গু রোগী, মৃত্যু ৮৬: ভয়াবহ রূপ

শুধু অক্টোবরেই প্রায় ২২ হাজার ডেঙ্গু রোগী, মৃত্যু ৮৬: ভয়াবহ রূপ

শুধু অক্টোবরেই প্রায় ২২ হাজার ডেঙ্গু রোগী, মৃত্যু ৮৬: ভয়াবহ রূপ

শুধু অক্টোবরেই প্রায় ২২ হাজার ডেঙ্গু রোগী, মৃত্যু ৮৬: ভয়াবহ রূপ

সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি। একই সময়ে প্রায় তিনগুণ বেশি মারা গেছে। অক্টোবরে ২১ হাজার ৯৩২ জন আক্রান্ত এবং ৮৬ জন মারা গেছে। সেপ্টেম্বরে, সংক্রামিত রোগীর সংখ্যা ছিল ৯,৯১১ এবং ৩৪ জন মারা গেছে। ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮৪ জন। এ বছর সারাদেশে ৩৮ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৬ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরে ১২ হাজার ৮ জন রোগী রয়েছেন।

আজ সারাদেশের পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৩ জনের মধ্যে ৫৪৫ জন ঢাকার বাসিন্দা এবং ৩২৮ জন ঢাকার বাইরে।

৮৭৩ জন নতুন রোগী নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৫৮৪ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৩০৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন। এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৩৮ হাজার ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X