February 16, 2025
সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় হতে পারে

সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় হতে পারে

সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় হতে পারে

 

সাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড় হতে পারে

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ধীরে ধীরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে।

আবহাওয়ার এমন আভাস দিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, আজ সকালে সাগরের ওই এলাকায় নিম্নচাপ তৈরি হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার থাইল্যান্ড থেকে দেওয়া নাম হবে ‘সিতরং’।

আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর এর অবস্থান, গতি জানিয়ে সতর্কবার্তা দেওয়া হবে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে উপকূলের কাছাকাছি দূরত্ব পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলেছিল, অক্টোবরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published.

X