November 8, 2024
আফ্রিকান ইউনিয়নের সম্মেলন চলা অবস্থায় বের করে দেওয়া হলো ইসরায়েলি কূটনীতিককে

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন চলা অবস্থায় বের করে দেওয়া হলো ইসরায়েলি কূটনীতিককে

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন চলা অবস্থায় বের করে দেওয়া হলো ইসরায়েলি কূটনীতিককে

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন চলা অবস্থায় বের করে দেওয়া হলো ইসরায়েলি কূটনীতিককে

ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলের এক শীর্ষ কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আদ্দিস আবাবায় শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা রাষ্ট্রদূত শ্যারন বার-লিকে অডিটোরিয়ামের বাইরে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন। কিছু সময়ের জন্য বাকবিতণ্ডায় জড়ান তিনি। তবে পরে বের হয়ে যান।

আফ্রিকান ইউনিয়নের একজন  বলেছেন যে, কূটনীতিককে “ইভেন্ট থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।” তাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, শুধুমাত্র আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের রাষ্ট্রদূত আলেলি আদামাসু “অ-হস্তান্তরযোগ্য” ছিলেন। তারা আরও বলেন, “এ ধরনের সৌজন্যের অপব্যবহার হওয়া দুর্ভাগ্যজনক।”

ইসরায়েল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, ‘আফ্রিকাবিষয়ক উপ মহাপরিচালক শ্যারন বার-লিকে আফ্রিকান ইউনিয়ন হল থেকে বের করার বিষয়টি ইসরায়েল কঠোরভাবে দেখছে।’

ইসরায়েল এই ঘটনার জন্য ৫৫ -ব্লকের দুটি প্রধান দেশ দক্ষিণ আফ্রিকা এবং আলজেরিয়াকে দায়ী করে বলেছে, “তারা AU কে জিম্মি করে রেখেছে।”

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করা হবে।

যদিও দক্ষিণ আফ্রিকা এমন অভিযোগ অস্বীকার করেছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের কূটনীতির প্রধান ক্লেসন মনিয়েলা রয়টার্সকে বলেছেন, “যতক্ষণ না এইউ  ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়, ততক্ষণ আপনি বসে বসে দেশটি পর্যবেক্ষণ করতে পারবেন না।” এটা একটা নীতি।’ এটি আফ্রিকা বা আলজেরিয়ার বিষয় নয়।

Leave a Reply

Your email address will not be published.

X