ঢাকা সহ বাংলাদেশের সকল শহর-উপশহরের নোংরামি যুক্ত অবস্থা এবং ব্যক্তিগত অপরিচ্ছন্নতা আর রাষ্ট্রীয়ভাবে জনস্বাস্থ্যের প্রতি অপর্যাপ্ত দৃষ্টি ; বাংলাদেশে ডেঙ্গু জ্বরের অন্যতম কারণ।
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ডসংখ্যক রোগী। এ সময় ৬৩৫ জন রোগী ভর্তি হন। এদের মধ্যে ৫১৮ জন ঢাকার এবং ১১৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।
এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮ জন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১ অক্টোবর) স্বাস্থ্য জরুরী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডাঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে ১৪ হাজার ৫১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।