মাদক কিনতে টাকা না দেয়ায় ছেলে খুন করলো বাবাকে
মানুষ যে পাপ ও অপরাধ করে তার অনেকগুলোই শুরু হয় মাদক দিয়ে। তাই মাদককে অপরাধের জননী বলা হয়। মাদকাসক্ত ব্যক্তি এমনকি খুনও করতে পারে। সে ব্যভিচার সহ বিভিন্ন জঘন্য অপরাধ করতে পারে। এমনকি সে নিজেও মরতে পারে। মানুষ চাইলে মাদক ছাড়া অন্য অপরাধ থেকে সহজেই সেরে উঠতে পারে। কিন্তু মাদক এমন একটি অপরাধ যা তাদের নিয়ন্ত্রণে থাকে না, বরং মাদকাসক্ত ব্যক্তি নিজেই মাদক বা আসক্তির নিয়ন্ত্রণে চলে যায় । অর্থাৎ সে নেশা ছাড়তে চাইলেও নেশা তাকে সহজে ছাড়ে না। মাদক এমন পদার্থ যা আসক্তি সৃষ্টি করে, যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিকতা নষ্ট করে।
সেই মাদকের নাম যাই হোক না কেন। শরিয়াতে মানুষের জীবন রক্ষার্থে মানুষের জ্ঞান, বিবেক ও বুদ্ধি রক্ষার জন্য সব ধরনের মাদককে হারাম করা হয়েছে।
মাদক গ্রহণে কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে ইসলামে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে মদপান করে তাকে বেত্রাঘাত করো, পুনরায় মদপান করলে তাকে আবার বেত্রাঘাত করো, আবার মদপান করলে আবার বেত্রাঘাত করো; চতুর্থবারে বলেছেন, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো’ (নাসায়ি : ৫৬৬২)।
আরেক হাদিসে আছে ’আবদুল্লাহ ইবনে ’আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি শরাব পান করে এবং মাতাল হয়, চল্লিশ দিন পর্যন্ত তার নামায কবুল হয় না। সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর যদি সে তওবা করে, তবে আল্লাহ তা’আলা তার তওবা কবুল করবেন। সে পুনরায় শরাব পানে লিপ্ত হলে কিয়ামতের দিন অল্লাহ তা’আলা অবশ্যই তাকে ’’রাদগাতুল খাবাল’’ পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! ’রাদগাতুল খাবাল’ কী? তিনি বলেনঃ জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত। (ইবনে মাজাহ: ৩৩৭৭)
তারি বাস্তব প্রমাণ দেখতে পেয়েছি আমরা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ঘটিত ছেলের হাতে বাবার খুন হওয়ার নির্মাণ দৃশ্যটি দেখে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনের টাকা না দেওয়ায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক রিফাত পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী জানান, তার ছেলে রিফাত ২০ হাজার টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করলে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। পরে তার বাবা কাজ শেষে বাড়ি ফিরলে সে তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির সময় সে তার বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন জানান, তার চাচাতো ভাই রিফাত মাদকসেবী। মাদক কেনার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে রাগ করতো। আজ (রোববার) দুপুরে কথা কাটাকাটির সময় পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ এমন নৃশংস ঘটনা ঘটবে তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ছেলের হাতে বাবাকে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘাতকের ছেলে পলাতক থাকায় তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।
আরো জানতে