November 22, 2024
ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের হামলা, গুলিবিদ্ধ ৬ কর্মকর্তা

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের হামলা, গুলিবিদ্ধ ৬ কর্মকর্তা

ইসলামী ব্যাংকে  এস আলম গ্রুপের হামলা, গুলিবিদ্ধ ৬ কর্মকর্তা

ইসলামী ব্যাংকে  এস আলম গ্রুপের হামলা, গুলিবিদ্ধ ৬ কর্মকর্তা

রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ের বাইরে তাণ্ডবের ঘটনায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেছে এস আলম গ্রুপের লুটেরারা। ব্যাংকের সামনে সাধারণ শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় এস আলম গ্রুপের দুর্বৃত্তরা ব্যাংক কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছয়জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই গুলির ঘটনা ঘটে। জানা যায়, গুলিতে  ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সরদার, কর্মকর্তা মামুন, আবদুর রহমান ও বাকি বিল্লাহ গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের কর্মচারীরা ‘বৈষম্য বিরোধী ব্যাংকার সোসাইটি’র ব্যানারে ব্যাংক ডাকাত, ছিনতাই ও ছিনতাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও বিক্ষোভ করছিল। এ সময় এস আলম গ্রুপের ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এস আলমের সমর্থকরা বহিরাগতদের এনে ইউনূস সেন্টারের দিকে অস্ত্র নিয়ে অবস্থান নেয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ব্যাংক সুষ্ঠু ও দক্ষতার সাথে চলছে। এদিকে, ২০১৭ সালে, ব্যাংকটির মালিকানা জোরপূর্বক পরিবর্তন করা হয়েছিল। ব্যাংকটি এস আলম গ্রুপের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যাওয়ার পর এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের গত ৬ আগস্ট ক্ষুব্ধ ব্যাংকাররা ব্যাংক থেকে বের করে দেন। এরপর ৭ ও ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় এস আলমের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেওয়া হয়।

ইসলামী ব্যাংকের এসএভিপি শওকত আলী গণমাধ্যমকে বলেন,শনিবার জানতে পারি এস আলমের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছে তারা একত্রিত হয়ে যারা ব্যাংকটিকে লুটপাট করেছে তারা তাদের লোকদের ব্যাংকেই বসাবে। এ তথ্য পেয়ে তারা যদি ব্যাংকে না ঢুকতে পারে তাই ব্যাংকের সামনে আমরা অবস্থান নেয়। তিনি বলেন, একটা পর্যায় এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়। তাতে ছয়জন গুলীবিদ্ধ হয়। পরে ব্যাংকাররা বাধা দিলে তারা পালিয়ে যায়।

কেউ আইনের বাইরে থাকবে না, ইসলামী ব্যাংকে গুলী নিয়ে সালেহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে হামলা হলে আইনের আওতা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নৈরাজ্যের মধ্যে বৃহস্পতিবার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে যোগ দেন এ উপদেষ্টা। সেখানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি সালেহউদ্দিনের কাছে তুলে ধরেন এক সাংবাদিক। জবাবে উপদেষ্টা বলেন, “আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, যেই হোক।” তিনি নিজেও এক সময় ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন জানিয়ে বলেন, “ধরপাকড় তো কম করিনি আমরা, যে করেছে তাকে ধরব।”কিন্তু ঘটনা তো ঘটেছে- এক গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “আমি বিষয়টা নিয়ে আলাপ করব, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাব।”

এর আগে ভোরে ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তাদের ওপর হামলা, সংঘর্ষ ও গুলিবর্ষণে অন্তত ছয়জন আহত হন। এদের মধ্যে চারজন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় ব্যাংক কর্মচারীদের একাংশ ব্যাংকারদের পরের দুই দিন বিক্ষোভ করতে দেখা গেছে।

ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা বিশাল ঋণ কেলেঙ্কারির প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় এস আলম গ্রুপের কর্মরত কয়েকজন কর্মকর্তা অস্ত্রসহ শতাধিক লোক নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে নির্বিচারে গুলিবর্ষণ হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published.

X