November 25, 2024
শেষ হলো টাইম টেলিভিশনের মাসব্যাপি দ্যা লাইট অব দ্যা কুরআন এর আসর- শিরোপা জিতলেন আরওয়া আবুসবিহ ও রাকিন হোসাইন

শেষ হলো টাইম টেলিভিশনের মাসব্যাপি দ্যা লাইট অব দ্যা কুরআন এর আসর- শিরোপা জিতলেন আরওয়া আবুসবিহ ও রাকিন হোসাইন

শেষ হলো টাইম টেলিভিশনের মাসব্যাপি দ্যা লাইট অব দ্যা কুরআন এর আসর- শিরোপা জিতলেন আরওয়া আবুসবিহ ও রাকিন হোসাইন

মাহে রমজান উপলক্ষে টাইম টেলিভিশন আয়োজিত ক্বেরাত কম্পিটিশন ‘দ্যা লাইট অব দ্যা কুরআন’ এর আসর শেষ হয়েছে। মাসব্যাপি এ আয়োজনের গ্র্যান্ড ফাইনালে দুটি সেকশনে শিরোপা জিতেছেন যথাক্রমে আরওয়া আবুসবিহ এবং রাকিন হোসাইন। এদিন বিশাল মঞ্চে মিষ্টি সুরের মুর্চ্ছনায় পবিত্র কুরআন তেলাওয়াত করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন কুরআনের পাখিরা। সরাসরি সম্প্রচারের সুবাদে প্রবাসে বাংলাদেশী শিশু-কিশোরদের এ হৃদয়স্পর্শী পরিবেশনা বিশ্বের নানা প্রান্ত থেকে উপভোগ করেছেন দর্শকরা।

প্রথম স্থান : আরওয়া আবুসবিহ
প্রথম স্থান : আরওয়া আবুসবিহ
দ্বিতীয় স্থান : মেহরুন মারিয়ম মুনায়োরা
দ্বিতীয় স্থান : মেহরুন মারিয়ম মুনায়োরা

প্রতিযোগিতার নানা ধাপে টাইম টেলিভিশনের স্টুডিওতে এক মাস ধরে কুরআন তেলাওয়াতের পরিবেশনা করে আসছিলো অংশগ্রহণকারী শিশু-কিশোরেরা। নিউইয়র্কের ৫টি বুরোর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছে তারা। তাদের সবার চোখে-মুখে শিরোপা জেতার প্রত্যয়। আর সেজন্য প্রতি পর্বেই সেরাদের সেরা বাছাই করতে রীতিমত হিমসিম খান বিচারকরা।
সবশেষ গ্র্যান্ড ফাইনালের মঞ্চে ডাক পেলেন ৫ জন। শনিবার এস্টোরিয়ার ভ্যারাইটি বয়েজ এন্ড গার্লস ইনডোর অডিটোরিয়ামে প্রতিযোগিরা একে একে পরিবেশন করেন হৃদয়ছোয়া তেলাওয়াত। এ তেলাওয়াতের সুরের মুর্চ্ছনা আপ্লূত করে বিচারক, অভিবাবক এবং সুধী- দর্শকদের।

তৃতীয় স্থান : আসফিয়া আবছার আয়শা
তৃতীয় স্থান : আসফিয়া আবছার আয়শা
প্রথম স্থান : রাকিন হোসাইন
প্রথম স্থান : রাকিন হোসাইন

দ্যা লাইট অব দ্যা কুরআনের এ মঞ্চে প্রথম গ্রুপ থেকে আরওয়া আবুসবিহ প্রথম, মেহরুন মারিয়ম মুনায়োরা দ্বিতীয় এবং আসফিয়া আবছার আয়শা তৃতীয় স্থান অধিকার করে। অপরদিকে দ্বিতীয় গ্রুপ থেকে রাকিন হোসাইন প্রথম, সারাহ মাসুদ দ্বিতীয় এবং রিদওয়ান টুর তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

দ্বিতীয় স্থান : সারাহ মাসুদ
দ্বিতীয় স্থান : সারাহ মাসুদ
তৃতীয় স্থান : রিদওয়ান টুর
তৃতীয় স্থান : রিদওয়ান টুর

পুুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর বয়সে পবিত্র কুরআনের এ বিশুদ্ধ তেলাওয়াতের চর্চা ভবিস্যতে প্রতিযোগিদের কুরআনের গাইডেন্সের আলোকে জীবন পরিচালনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তারা প্রতিযোগিদের কুরআনের সৌন্দর্যের আলোকে নিজেদের জীবন রাঙ্গিয়ে তুলতে সচেষ্ঠ হওয়ার আহবাণ জানান।

Leave a Reply

Your email address will not be published.

X