November 25, 2024
নিউয়র্ক সিটির অনুমোদনের পর মাইকযোগে প্রচার হলো জুম্মার আজান-মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিউয়র্ক সিটির অনুমোদনের পর মাইকযোগে প্রচার হলো জুম্মার আজান-মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিউয়র্ক-সিটির-অনুমোদনের-পর-মাইকযোগে-প্রচার-হলো-জুম্মার-আজান-মসজিদে-মসজিদে-মুসল্লিদের-ঢল

নিউয়র্ক সিটির অনুমোদনের পর মাইকযোগে প্রচার হলো জুম্মার আজান-মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

সিটি কাউন্সিলের অনুমোদনের পর নিউয়র্ক সিটির সব মসজিদে মাইকযোগে জুম্মার আজান দেয়া হলো। মেয়রের ঘোষনার পর প্রথম জুম্মার আজান মাইকে প্রচারের সময় শহরজুড়ে মুসলিম কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজান শুনে প্রতিটি মসজিদেই ঢল নামে মুসল্লীদের। কোন কোন মসজিদে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান সিটি কাউন্সিলের সদস্যরা। নামাজশেষে তারা মুসল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

জামাইকা মুসলিম সেন্টারে জুম্মার নামাজশেষে মুসল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এসেম্বলি উইম্যান জেনিফার রাজকুমার। এসময় তিনি বলেন, মুসলিম কমিউনিটি নিউয়র্কের অবিচ্ছেদ্য অংশ। তাদের ধর্মীয় অচার অনুষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা সিটি কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিস্যতে এ স্বাধীনতা আরো সম্প্রসারিত করা হবে বলে ঘোষনা দেন তিনি। মসজিদ কমিটির কর্মকর্তা ও মুসলিম কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

লবঙ্গের পুষ্টিগুণ উপকারিতা

Leave a Reply

Your email address will not be published.

X