October 31, 2024
আমেরিকায় যাওয়ার দরকার নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমেরিকায় যাওয়ার দরকার নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমেরিকায় যাওয়ার দরকার নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমেরিকায় যাওয়ার দরকার নেই, আরও অনেক মহাদেশ আছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে আমাদের ভিসা দেবে না, কে দেবে সেটা আমাদের চিন্তার বিষয় নয়।শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

(উল্লেখ্য শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার পুরো ফ্যামিলি সহ এবং শেখ হাসিনার অন্যান্য আত্মীয়-স্বজনরাও অনেকেই যদিও আমেরিকাতে বহুদিন যাবত বসবাসরত ।)

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ও নিষেধাজ্ঞা নিয়ে তার সরকার উদ্বিগ্ন নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০ ঘণ্টা বিমানে ভ্রমণ করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা না গেলে তাতে কিছু আসে যায় না। আমরা নিজের পায়ে হাঁটব, নিজের দেশ গড়ব। কারো মুখাপেক্ষী হয়ে নয়।

প্রধানমন্ত্রী বলেন, আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় আমাদের ২০ ঘণ্টা ভ্রমণ করতে হবে না। পৃথিবীতে আরও অনেক মহাদেশ আছে।

এ সময় প্রধানমন্ত্রী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলেন। তিনি বলেন, এত বড় বাজেট একমাত্র আওয়ামী লীগ সরকার দিতে পারে। আর কেউ দিতে পারেনি। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বাজেট দিয়েছি। এই বাজেট বাস্তবায়ন সম্ভব বলেই এই বাজেট দেওয়া হয়। যারা সমালোচনা করছেন তাদের সমালোচনা করার অভ্যাস আছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রমাণ করেছি দেশের কল্যাণ ও জনগণের কল্যাণেই আসলে আওয়ামী লীগ ক্ষমতায় বসে। কারণ আমরা যে কাজ করি, আওয়ামী লীগের যে পরিকল্পনা ও কাজ- সবই আমরা পরিকল্পনা নিয়ে করি।

তিনি বলেন, আমরা আমাদের দেশ, মাটি, মানুষ, পরিবেশ, ভৌগোলিক অবস্থা, দেশের প্রাকৃতিক অবস্থা বিবেচনা করে প্রতিটি প্রকল্প গ্রহণ করি। যার ফলশ্রুতিতে আমাদের প্রতিটি প্রজেক্ট সফল হয় এবং মানুষ এর সুফল পায়।

শেখ হাসিনা বলেন, আজ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশে  আজ যে গণতান্ত্রিক ব্যবস্থা অর্জিত হয়েছে, আওয়ামী লীগসহ আমাদের সমমনা দলগুলোর আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই আমরা গণতন্ত্র অর্জন করেছি। যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে।

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

X