November 22, 2024
শহরে ঘুরে বেড়ানোর সময় সেলফি তুললেই দিতে হবে জরিমানা

শহরে ঘুরে বেড়ানোর সময় সেলফি তুললেই দিতে হবে জরিমানা

শহরে ঘুরে বেড়ানোর সময় সেলফি তুললেই দিতে হবে জরিমানা

শহরে ঘুরে বেড়ানোর সময় সেলফি তুললেই দিতে হবে জরিমানা

বর্তমান প্রজন্মের কাছে সেলফি শিল্পের পর্যায়ে পৌঁছেছে। বাইরে থাকাকালীন ক্যামেরা দিয়ে ছবি তোলার চেয়ে এখন বেশি লোক তাদের ফোনে সেলফি তোলে। এই সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা  ঘটেছে কত । অনেকে বন্য প্রাণীদের সাথে সেলফি তুলতে গিয়ে বা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে বা তাদের পিছনে প্রবল আনন্দের  দৃশ্য দেখে বিপদের সম্মুখীন হয়েছেন। কিন্তু আইন করে কেউ সেলফি তোলা বন্ধ করতে পারেনি। কিন্তু সম্প্রতি ইতালির পোর্টোফিনো শহর পর্যটকদের জন্য এই নিয়ম জারি করেছে। পর্যটন আকর্ষণের প্রথম সারির এই শহরে শুরু হয়েছে ‘নো ওয়েটিং জোন’। অন্য কথায়, সেখানে পর্যটকদের সেলফি তোলার কোনো উপায় নেই কোনো পর্যটক সেলফি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে তাকে ২৭৫ ইউরো পর্যন্ত জরিমানা করা যেতে পারে।

কিন্তু কেন এমন নিয়ম?

একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেলফি তোলার জন্য প্রতিদিনই সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই শহরের বাসিন্দারা। দিনের বেলায় মহাসড়কে বা নগরীর অন্যান্য স্থানে হাঁটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাই সে দেশের সরকার নাগরিকদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

পোর্টোফিনোর মেয়র মাত্তেও ভিয়াকাভা বলেছেন, রাস্তায় সেলফি তোলার কারণে যানজটের সৃষ্টি হয়। এর জন্য দায়ী পর্যটকরা। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে, সেলফি-জরিমানা ১০.৩০ টা থেকে ৬ টা পর্যন্ত বলবৎ করা হবে।

কয়েকদিন আগে গুড ফ্রাইডে এবং ইস্টার উপলক্ষে পর্যটকের সংখ্যা বেড়েছে শহরের সবচেয়ে মনোরম দুটি অংশেও সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষের চাপে শহরের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরপরই এই নিয়ম জারি করা হয়। আপাতত বলা হচ্ছে, অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে পোর্টোফিনো প্রথম পর্যটন স্থান নয়, এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্সের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে এই নিয়ম চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X