October 18, 2024
স্ত্রী, স্বামীর কোন পাশে ঘুমান সুন্নত?

স্ত্রী, স্বামীর কোন পাশে ঘুমান সুন্নত?

স্ত্রী, স্বামীর কোন পাশে ঘুমান সুন্নত?

স্ত্রী, স্বামীর কোন পাশে ঘুমান সুন্নত?

স্বামী-স্ত্রীকে কে কার কোন দিকে ঘুমাতে হবে সে বিষয়ে ইসলামে কোনো নিয়ম আছে কি না, তা অনেকেই জানতে চান। কারণ সমাজে একটি প্রবাদ আছে যে স্ত্রীর স্বামীর বাম পাশে ঘুমানো উচিত। অর্থাৎ তারা মনে করে স্বামীর বাম পাশে ঘুমানো স্ত্রীর জন্য মঙ্গল। আসলে ইসলামী শরীয়তে এমন কোন কথা নেই। যেখানে আপনার উভয়ের জন্য সুবিধাজনক সেখানে ঘুমান, সেখানে কোন শরিয়ত বিধিনিষেধ নেই।

তবে এটা ঠিক যে, প্রত্যেক নর-নারীর জন্য ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত। কেননা রাসুলুল্লাহ (স.) বলেছেন,

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ

‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাবে। (মুসলিম)

  • উপুড় হয়ে ঘুমানো মাকরুহ

এ বিষয়ে রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন,

إنها ضجعة يبغضها الله عز وجل

এটি এমন শয়ন, (উপুড় হয়ে ঘুমানো) যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ)

  • ইসলামে যেভাবে ঘুমানো নিষেধ এবং যেভাবে উত্তম

আবার খেয়াল রাখতে হবে ঘুমানোর সময় পা যেন কিবলা বরাবর না থাকে। কেননা ঘুমন্ত অবস্থায় বা অন্য কোন অবস্থায় ইচ্ছাকৃতভাবে কাবার দিকে পা দেওয়া মাকরূহ।

তাই আমাদের সকলকে এ ধরনের ধারণা ও প্রচার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যা ইসলামী শরীয়তে নেই। আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ঘুমানোর আগে ও পরে মাসনুন সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। আল্লাহ আমাদের, সুন্নাতের বাইরের কোনো কথাবার্তা ও কাজ থেকে সাবধান হওয়ারতাওফিক দান করুন  ।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X