কয়লা সংকটে ছয়দিন ধরে বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
কয়লা সংকটের কারণে টানা ছয় দিন বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। এক সপ্তাহের মধ্যে আবার উৎপাদন শুরু হবে বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম জানান, কয়লা সংকটের কারণে ২৩ এপ্রিল রাত থেকে প্ল্যান্টের উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা আনার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি ৩ মে এর দিকে আবার উৎপাদন শুরু করতে পারব।
এর আগে কয়লা সংকটের কারণে চলতি বছরের ১৪ জানুয়ারি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার এক মাস পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরে আসে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে আবারও বন্ধ হয়ে যায় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল কেন্দ্রটি চালু হয়। কিন্তু কয়লা সংকটের কারণে ২৩ এপ্রিল রাত থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। মূলত ডলার সংকটের কারণে কয়লা আমদানি করা যাচ্ছে না বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বছরের ৬ সেপ্টেম্বর রামপালে ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের অধীনে ৬৬০ মেগাওয়াট প্রথম ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রটি সচল রাখতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ৮০ লাখ টন কয়লা কেনার সিদ্ধান্ত হয়। রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এ পর্যন্ত ২ লাখ ৬৭ হাজার ৭৫২ টন কয়লা আমদানি করা হয়েছে।