November 21, 2024
বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের আদমশুমারি ও গৃহস্থালি শুমারির প্রাথমিক প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন। মানুষ এবং নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। কমেছে হিন্দু জনগোষ্ঠীর হার

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। এ প্রবণতায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আদমশুমারি যাচাইয়ের পর সমন্বিত পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, মোট জনসংখ্যার ৫০.৪৩ শতাংশ এখন নারী। আর পুরুষ ৪৯.৫১ শতাংশ।

সে অনুযায়ী দেশে এখন নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। পুরুষের সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন। দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।

রোববার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট রিসার্চ ইনস্টিটিউট বিআইডিএস-এর যাচাই প্রতিবেদনের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে জরিপের প্রাথমিক প্রতিবেদনের ফলাফল এবং যাচাই প্রতিবেদনের ফলাফলের মধ্যে ব্যবধান দেখানো হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. শাহনাজ আরেফিন, বিআইডিএসের মহাপরিচালক মো. বিনায়ক সেন, বিবিএস মহাপরিচালক মতিয়ার রহমান প্রমুখ।

বিবিএস গণনা জরিপের প্রাথমিক প্রতিবেদনের পর গত ৬ ফেব্রুয়ারি বিআইডিএস-এর যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে প্রাথমিক প্রতিবেদনের তুলনায় মোট জনসংখ্যা বেড়েছে প্রায় ৫০ লাখ। তাই প্রায় সব পরিসংখ্যান প্রাথমিক রিপোর্টের চেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published.

X