চুল কাটা পছন্দ না হওয়ায় এক কিশোরের আত্মহত্যা
চুল কাটা পছন্দ না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্র ১৬ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কিশোরের নাম শত্রুঘ্ন পাঠক। মঙ্গলবার (৪ এপ্রিল) ভারতের মহারাষ্ট্রের ভায়ান্দারে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমেরএ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় যে ১৩ বছর বয়সী শত্রুঘ্ন পাঠককে চুল অনেক বেড়ে যাওয়ায় এক আত্মীয় চুল কাটার জন্য সেলুনে নিয়ে যায়।
সেলুনে নিয়ে যাওয়ার পর তাকে যে চুল কাটা দেওয়া হয়েছিল তা তার পছন্দ হয়নি। এই কাটাকাটি নিয়ে তিনি ক্ষুব্ধ হন। শত্রুঘ্ন বাড়িতে এসে কাঁদে। পরে রাত সাড়ে ১১টার দিকে ষোলতলায় তাদের ফ্ল্যাটের বাথরুমের জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন সে।
পুলিশ আরও জানায়, ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী ওই কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেলুনে শত্রুঘ্নের চুল অতিরিক্ত ছোট করে কাটা হয়েছিল। কিশোরের সেই কাটা মোটেও পছন্দ হয়নি। বাড়ি ফিরে আয়নায় মুখ দেখে কাঁদতে থাকে। এ সময় বাবা, মাসহ পরিবারের অন্য সদস্যরা তাকে অনেক বুঝিয়ে বলেন। কিন্তু এতকিছু করেও তাকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করা যায়নি
উল্লেখ্য, চুল কাটতে নারাজ ছিল কিশোর, কিন্তু কেউ তার কথা শোনেনি।
নবগড় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।