র্যাব হেফাজতে নারীর মৃত্যু: উচ্চতর তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
রাজশাহীতে র্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত র্যাব সদস্যদের আপাতত দায়িত্ব থেকে সরিয়ে রাখতে বলা হয়েছে।
নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই কমিটিতে একজন জেলা দায়রা জজ ও নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রেখে এ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেন আদালত। কমিটিকে আদেশের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত র্যাব কর্মকর্তাদের (সুলতানা জেসমিনকে আটক, জিজ্ঞাসাবাদ, হাসপাতালে ভর্তি) তদন্ত চলমান অবস্থায় এজেন্সির সদর দফতরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারী মনোজ কুমার ভৌমিক নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
উল্লেখ্য, সুলতানা জেসমিন নামের ওই নারী নওগাঁ সদর ভূমি অফিসে অফিস সহকারী ছিলেন। স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের ভিত্তিতে ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর মুক্তি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে গত ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।