বায়ু দূষণ রোধে রাজধানী পরিবর্তন
ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের অন্যতম জনবহুল শহর। তবে জাকার্তায় বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। যে কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শহরটি শীর্ষে রয়েছে।
এ অবস্থায় শহরের বায়ু দূষণ ও জনসংখ্যার চাপ কমাতে নতুন রাজধানী নির্মাণ করছে ইন্দোনেশিয়ার সরকার। যার নাম নুসন্তরা।
জাকার্তা থেকে প্রায় দুই হাজার কিলোমিটার উত্তর-পূর্বে বোর্নিও দ্বীপে তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তরা।
ইন্দোনেশিয়া সরকার ২০২২ সালের মাঝামাঝি নুসান্তরা নির্মাণের কাজ শুরু করে। ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীকে বোর্নিওর ঘন জঙ্গলে নিয়ে যেতে হলে অনেক গাছ কেটে ফেলতে হবে। এতে অনেক প্রাণীর বাসস্থান ধ্বংস হবে। তবে সরকারের দাবি, দেশের কল্যাণে এই আধুনিক শহর গড়ে তোলা হচ্ছে।
সরকার ১৭ আগস্ট, ২০২৪ -এ ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা করেছে। তবে এটি সম্পূর্ণরূপে তৈরি হতে ২০৪৫ সালের আগস্ট পর্যন্ত সময় লাগবে।
2 Comments