সেন্টমার্টিনের জাহাজে চবির ১০ শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ
সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বে-ক্রুজ-ওয়ান জাহাজের কর্মীরা। প্রথমে মাঝ সাগরে, পরে দমদমিয়া ঘাটে দ্বিতীয় দফা হামলা চালানোর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা জানান, সেন্টমার্টিন থেকে বে-ক্রুজ জাহাজে করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে তাদের নির্ধারিত আসন থেকে তুলে দেয় জাহাজের কর্মীরা। তুলে দেয়ার কারণ জানতে চাওয়ায় শিক্ষার্থীদের মারধর শুরু করে স্টাফ ও যাত্রীবেসে উঠা তাদের বন্ধুরা। এরপর জাহাজ দমদমিয়া ঘাটে ভিড়লে আরেক দফা মারধর করে। এতে ১০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান।
ঘটনার বিষয়ে বে-ক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, পর্যটক চবি শিক্ষার্থীরা জাহাজের কর্মীদের ওপর হামলা করেছে। ৭৫ জনের হামলায় জাহাজে থাকা ১০-১২ জন কর্মচারী আহত হয়েছেন।
৭৫ জনকে কীভাবে ১০-১২ জন কর্মচারী হামলা করতে পারে তিনি প্রশ্ন তুলেছেন। তারপরও এ ঘটনার সুষ্ঠু সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন বাহাদুর।
এ প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান বলেন, পর্যটকদের ওপর হামলা কখনোই কাম্য নয়। ভুক্তভোগীরা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।