November 5, 2024
গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ একজনের শতভাগ পুড়ে গিয়েছে

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ একজনের শতভাগ পুড়ে গিয়েছে

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ একজনের শতভাগ পুড়ে গিয়েছে

গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২ একজনের শতভাগ পুড়ে গিয়েছে

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার এসআই শাহিন রায়হান।

দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৬) ও মিজানুর রহমান (১৮) ।

এসআই শাহিন রায়হান জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।

গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে গুলশানে বসবাস করতেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published.

X