November 22, 2024
জাপান তার দেশের নাগরিকদের গুরুত্ব দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করল!

জাপান তার দেশের নাগরিকদের গুরুত্ব দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করল!

জাপান তার দেশের নাগরিকদের গুরুত্ব দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করল!

জাপান তার দেশের নাগরিকদের গুরুত্ব দেয়ার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করল!

পূর্ব এশিয়ার দেশ জাপান । দেশ অর্থনৈতিকভাবে যেমন উন্নত তেমনি আইনশৃঙ্খলার দিক থেকেও উন্নত। জাপানিরা একটি সুশৃঙ্খল জাতি হিসেবে সারা বিশ্বে পরিচিত। এবার দেশের জনগণের প্রতি কী দায়িত্ব, তার এক অনন্য নজির দেখা গেল দেশে। চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা কি।

ঘটনাটি ১৯ফেব্রুয়ারির। জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৩৩৫ জন যাত্রী নিয়ে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে স্থানীয় ফুকুওকা বিমানবন্দরে উড়েছিল। কিন্তু বিমানটি গন্তব্য বিমানবন্দরে পৌঁছানোর সময়সীমা মিস করে। ফ্লাইটটি বিমানবন্দরের কাট-অফ টাইমের ১০ মিনিট পরে পৌঁছেছিল। আর এ কারণেই ওই বিমানবন্দরে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। অনিবার্যভাবে, এটি টোকিও বিমানবন্দরে ফিরে যায়।

জানা গেছে, বিমানটি যখন টেক অফ করে তখন স্থানীয় সময় রাত ৮টা। দুটি বিমানবন্দরের মধ্যে দূরত্ব প্রায় ১০০০ কিলোমিটার। গন্তব্য বিমানবন্দরে ১০ মিনিট দেরিতে পৌঁছায় কর্তৃপক্ষ এটিকে অবতরণের অনুমতি দেয়নি।

আসাহি শিম্বুন সংবাদপত্র জানিয়েছে যে বিমানটিকে অবতরণের অনুমতি না দেওয়ায় পাঁচ ঘন্টা দূরে টোকিও বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল।

যাইহোক, ফেরার পথে বিমানটি কানসাই বিমানবন্দরে জ্বালানি ভরে অবতরণ করে। সেখানে জ্বালানি ভরার পর দুপুর ২টা ৫০ মিনিটে বিমানটি আবার টোকিওতে যায়।

এরপর বিমানের যাত্রীদের একটি হোটেলে রাখা হয়। সেখানে রাত কাটিয়ে পরের দিন, ২০ ফেব্রুয়ারি বিমানটি ফুকুওকার উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু প্লেন নিয়ে এমন করলেন কেন? জানা গেছে, রাত ১০টার পর ওই বিমানবন্দরে কোনো বিমান অবতরণের অনুমতি নেই। মূলত, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য রাত ১০ টার পরে বিমান অবতরণ করতে দেওয়া হয় না। তবে খারাপ আবহাওয়া এবং অন্যান্য কারণে মাঝে মাঝে এই সময়সীমা অতিক্রম করা হয়।

আসলে কথা হল ফ্লাইটটি ৮.৩০ এ অবতরণ করার কথা ছিল। কিন্তু ওই বিমানবন্দরে নামার সময়সীমা ১০টা পর্যন্ত। এরপর সাধারণত আর কোনো বিমান অবতরণের অনুমতি দেওয়া হয় না। কিন্তু প্লেন ১০.০০ এ পৌঁছেছে। মূলত শব্দ দূষণ যাতে এলাকার বাসিন্দাদের কোনো সমস্যা না হয় সেজন্য রাত ১০টার পর বিমানটিকে অবতরণ করতে দেওয়া হয়নি। বিমানটি পাঁচ ঘণ্টা দূরে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিল।

যদিও যাত্রীদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published.

X